Welcome to my blog, enjoy reading.

Friday 18 November 2011

ইমেইল করুন ইমেইল আইডি ছারাই।

মনে করেন আপনে কাউকে মেইল করতে চাইছেন কিন্তু চাইছেন না যে আপনার মেইল আইডি তা সে জেনে যাক। ইনফেক্ট আপনি চাইছেন না কনো ধরনের ই মেইল আইডি ব্যাবহার করতে। বেপারটা কেমন আজগবি মনে হইতেছে না? হাহাহা চলেন তাহলে মজা টা শুরু করি কি বলেন? আজকে এমন ই একটা জিনিস দেখাবো যেটা ইউস করে যে কেউকে ই মেইল করতে পারেন নিজের কনো ধরনের আইডি না ইউস করে।

১। এখানে যান
২। Send To (এখানে যার কাছে মেইল করতে চান তার আইডি দিন)
৩। Your Email Address (এখানে কিছু দিবেন না জায়গা খালি রাখুন)
৪। Subject: (এখানে লিখার সাবজেক্ট দিন, নরমালি আপনে যা দিয়ে থাকেন আরকি কাউকে মেইল করতে গেলে)
৫। সাবজেক্ট এর পরে যে সাদা জায়গা অখানে যা খুশি লিখুন। মানে যা লিখে মেইল করতে চান আরকি। বুঝে নাই? হিহি
৬। Enter the Security Code এর ঘরে লিখে ফেলুন পাশে যেই সিকুরিটি ডিজিট গুলো দেয়া আছে।
৭। Send বাটনে ক্লিক করুন কাহিনি শেষ, যাকে মেইল করেছেন তার কাছে মেইলটি চলে গিয়েছে। যাকে মেইল করেছেন তার কাছে মেইল যাবে enote@enote.com এই আইডি থেকে।

0 comments:

Post a Comment